“ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনও খোলা থাকবে।”
Published : 09 Apr 2023, 03:48 PM
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পরে মিলিয়ে মোট ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদ সামনে রেখে রোববার বিআরটিএ এর প্রধান কার্যালয়ে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনও খোলা থাকবে।”
গ্যাস সঙ্কটের কারণে বর্তমানে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়, যা ঈদ ঘিরে ওই ১৩ দিন প্রযোজ্য হবে না। ঈদের পর আবার পুরনো এ নিয়মে ফিরবে ফিলিং স্টেশন।
পণ্যবাহী যান চলাচলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, "সব সময় ঈদের আগে তিন দিন ও পরে চার দিন পণ্যবাহী যান, বিশেষ করে ট্রাক চলাচল বন্ধ থাকে। কিন্তু বাস্তবে ঈদের পর দিন থেকেই চলাচল শুরু হয়ে যায়। এবার সার্বিক বিবেচনায় শুধু ঈদের আগের তিন দিন সড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।"
ঈদ সামনে রেখে বাস মালিকদের ভাড়া বাড়িয়ে দেওয়া নিয়ে প্রস্তুতি সভায় উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না। স্টেশনে বিআরটিএ এবং পুলিশের নজরদারী বেশি থাকে সব সময়ই, সে জন্য বাস ড্রাইভার ও কর্মচারীরা স্টেশন থেকে দূরে গিয়ে যাত্রী ওঠায়। সেক্ষত্রে ভাড়া বেশি নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে।”
ঈদে ভোগান্তি কমাতে ঢাকার প্রবেশ পথে বিশেষ নজরদারি রাখতে হাইওয়ে পুলিশ ও বিআরটিএকে নির্দেশনা দেন কাদের।
ভিআইপিরা উল্টো পথে সড়কে যাতায়ত করলে সেসব গাড়িকেও আইনের আওতায় আনতে পুলিশের প্রতি নির্দেশ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আইন আমরা অনেকেই মানি না। ঈদের সময় আমাদের অনেক ভিআইপি তারা রাস্তার রং সাইডে চলাচল করে। একটু জটলা দেখলেই রং সাইটে চলে যায়। এখন অসাধারণ মানুষটা যদি আইন না মানেন, সাধারণ মানুষের দোষ কী? প্রথমে অসাধারণদের আইন মানতে হবে।
“পুলিশও তাদের (ভিআইপি) ব্যাপারে এত উদাস কেন? আইন প্রয়োগকারী সংস্থা কেন ভয় পায়?”
মোটর সাইকেল আরোহীদের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “আপনাদের সহায়তায় তো ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেলের শৃঙ্খলা এনেছি।আবার দেখা যায় ১৫ থেকে ২০টা মোটরসাইকেলে নো হেলমেট, এরা হল রাজনৈতিক তরুণ।এদেরকে আবার পুলিশ কিছু বলে না, ভয় পায়। কেন ভয় পান?
“কেন ডিসিপ্লিন ভঙ্গের জন্য এদেরকে ধরেন না? একজাম্পল সেট করুন। আমি দেখেছি পার হয়ে যাচ্ছে এদের কিছু বলছে না। এখন রাজনীতি করে বলে অথবা রুলিং পার্টির সংশ্লিষ্টতা আছে বলে ক্ষমতার দাপট, ক্ষমতা দেখাবে, তিনজন ইউদাউট হেলমেট। এটা তো উচিত না।”
অন্যদের মধ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, সড়ক ও সেতু সচিব এ বি এম আমান উল্লাহ নুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীসহ পরিবহনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংস্থার প্রধানরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।