দুর্জয়ের ১৯টি ব্যাংক হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
Published : 18 Dec 2024, 08:21 PM
‘অবৈধভাবে’ ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বুধবার এ মামলা করেছেন সংস্থাটির পরিচালক মো. আবুল হাসনাত।
সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা ও তথ্য পাওয়া গেলে সেগুলোও আমলে নেওয়া হবে।
মামলার এজাহারে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে দুর্জয় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেডের কাছ থেকে ৪ কোটি ২২ লাখ টাকা নেন। তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১০টি ব্যাংক হিসাব ও ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি হিসাবে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা জমা হয়েছে। সেখান থেকে ৪৬ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯৬০ টাকা তোলা হয়েছে, যা সন্দেহজনক। ‘দুর্নীতি ও ঘুষের মাধ্যমে’ প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার জন্য তিনি স্থানান্তর ও হস্তান্তর করেছেন।
দুর্জয় ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সরকার ক্ষমতার পালাবদলের পর গত সেপ্টেম্বরে মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
এরপর ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে সংস্থাটি। এরপর গত ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।