Published : 09 Jul 2024, 12:15 AM
ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে এক সাংবাদিককে মারধর করেছেন দলটির এক নেতা।
ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক। তার অভিযোগ, সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ রাসেল দলবল নিয়ে তার ওপর চড়াও হন।
অন্যদিকে মাহমুদুল আসাদ রাসেল মারধরের বিষয়টিকে বর্ণনা করেছেন ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে।
সাংবাদিক রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলাম সংবাদ সম্মেলন কাভার করতে। সংবাদ সম্মেলন শেষে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈঠকে বসেন।
“বৈঠক শেষে মন্ত্রীরা বের হওয়ার সময় এক প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি। এসময় আমার উপর অতর্কিত হামলা করেন রাসেল ও তার সঙ্গীরা।”
রফিকুল বলেন, “তারা উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে। উপস্থিত সাংবাদিকরা বাধা দিলে এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এগিয়ে আসার পরে রাসেল তার বাহিনী নিয়ে সরে যায়।”
অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে আমি তার কাছে সরি বলে ঠিক করে নিয়েছি।”