গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হচ্ছে।
Published : 08 Mar 2025, 03:58 PM
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
শনিবার ভোরে রাজধানির মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন-মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।
তালেবুর রহমান বলেছেন, ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে ওই চারজন গ্রেপ্তার হয়েছেন।
তিনি বলেন, “তাদের কাছ থেকে উদ্ধার করা আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হিজবুত তাহরীর সাথে জড়িত জানান তিনি। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার হচ্ছে।"
এর আগে শুক্রবার জুমার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই সড়ক, বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়ির উপর নামাজে দাঁড়ানো হিযবুতের কর্মীরা স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়। তারা হাতে তুলে নেয় কালিমা খচিত ব্যানার।
এছাড়া বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নিষিদ্ধ এই সংগঠন পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিলের তোড়ে একরকম ভেসে যায় পুলিশের প্রাথমিক বাধা।
পরে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে যাওয়ার পর পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ছোড়া শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপরেই ১৯জনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা ১১ ও ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি এখন অনেকটা প্রকাশ্যে তাদের কাজ চালাচ্ছে। শুক্রবার তারা বায়তুল মোকারমে কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগায়; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই ঢাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এরপর আরও নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।
বাধা ভেঙে মিছিল: হিযবুত তাহরীরের ১৯ জন আটক
বাধা ভেঙে হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের সঙ্গে সংঘাত
হিযবুত তাহরীরের মিছিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ