মিরপুর থেকে ওঠা ‘যাত্রীরা’ এ হামলা চালায়।
Published : 03 Sep 2024, 11:55 AM
রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরির আঘাতে এক ব্যাটারিচালিত রিকশার চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোররাতে সিকদার মেডিকেলের ডেন্টাল বিভাগের সড়ক সংল্গ্ন খালি মাঠে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। তার বয়স বিশের কোঠায়।
উদ্ধারকারী সুমন বলেন, “আমি হঠাৎ চিৎকার শুনতে পাই। দূর থেকে দেখতে পাই, এক যুবককে কয়েকজন মিলে মাঠে শুইয়ে ছুরি মারছে। এটা দেখে আমি চিৎকার শুরু করি, মানুষজন বের হতে শুরু করে, এরইমধ্যে ছিনতাইকারীরা তার কাছ থেকে যা পেয়েছে তাই নিয়ে রিকশা ফেলে দ্রুত পালিয়ে যায়।
“হয়তো তারা তার রিকশাটিও নিয়ে যেতে চেয়েছিল। পরে আমরা কয়েকজন লোক এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করি।”
গুরুতর আহত অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী সুমন বলেন, “আহত অবস্থায় ওই চালক জানিয়েছিল, সে মিরপুর এলাকা থেকে যাত্রী নিয়ে এখানে এসেছিল। তার উপর হামলা করেছে।”
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।