ভুয়া আইডি'র ভুয়া পোস্ট দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।
Published : 15 Oct 2022, 06:11 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সোশাল মিডিয়ায় খোলা সব আইডি ভুয়া জানিয়ে সেসবের পোস্ট দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সরকারপ্রধানের সহকারী প্রেস সচিব জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া।”
ভুয়া আইডি'র ভুয়া পোস্ট দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
ইমরুল কায়েস তার এক ফেসবুক পোস্টে দুটি ছবি পোস্ট করে লেখেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রীর নয়।”