সালাম মুর্শেদীকে মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
Published : 02 Oct 2024, 05:59 PM
আদাবর থানার একটি হত্যা মামলায় খুলনার সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে দুই দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যায় বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক।
সালাম মুর্শেদীর পক্ষে রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী।
শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান।
মামলার বিবরণে বলা হয়, গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় একটি প্রতিবাদী মিছিল বের করে।
সে সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ এবং মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২২ অগাস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
সালাম মুর্শেদীকে মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই পদ থেকে তিনি সরে দাঁড়ান।
ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদী বিজিএমইএ’র সভাপতি, বাফুফের ফাইন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন।