আটটি ইউনাইটেড এয়ারওয়েজের, দুটি রিজেন্ট এয়ারওয়েজের, একটি করে আছে জিএমজি ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের।
Published : 29 May 2024, 11:13 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১২টি উড়োজাহাজ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের এরোড্রামস অ্যান্ড ফ্যাসিলিটেশন শাখার সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিত্যক্ত ১২টি উড়োজাহাজের মধ্যে আটটি ইউনাইটেড এয়ারওয়েজের, দুটি রিজেন্ট এয়ারওয়েজের, একটি জিএমজি এয়ারলাইন্সের, একটি অ্যাঞ্জেল এয়ারওয়েজের।
সবগুলো এয়ারলাইন্সেরই কার্যক্রম বন্ধ রয়েছে। এদের মধ্যে ইউনাইটেড এয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত। কিন্তু উদ্যোক্তা পরিচালকরা তাদের হাতে থাকা প্রায় সব শেয়ার বিক্রি করে দিয়েছেন।
উড়োজাহাজসহ আনুষঙ্গিক গ্রাউন্ড সার্পোট ইকুইপমেন্টস পার্কিং এরিয়াতে আনুমানিক ১ লাখ ৯২ হাজার ১০০ স্কয়ার ফুট জায়গা দখল করে রয়েছে। এগুলো অপসারণ করা হলে আনুমানিক ১২টি বে-পার্কিং প্রস্তত করা যাবে।
বেবিচকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিত্যক্ত এসব উড়োজাহাজ সরিয়ে নিতে কয়েক দফা চিঠি দেওয়া হলেও সংস্থাগুলো থেকে কোনো সাড়া মেলেনি। তাই কারণ ব্যাখ্যা করে এগুলো বাজেয়াপ্ত করা হয়।
দীর্ঘদিন এসব উড়োজাহাজ পড়ে থাকায় রপ্তানি কার্গো এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে সরকার কার্গো ফ্লাইট এবং সংশ্লিষ্ট সব সংস্থার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।
এয়ারলাইন্স তিনটির কর্তৃপক্ষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বকেয়া পরিশোধেও ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম ।