দেশের ৬৩৯টি থানার মধ্যে সবগুলোরই অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে, বলছে পুলিশ সদরদপ্তর।
Published : 15 Aug 2024, 06:42 PM
সরকার ক্ষমতার পালাবদলে ভেঙেপড়া পুলিশি ব্যবস্থা চালু করতে জোর তৎপরতার দশ দিন পর দেশের সকল থানা সচল হয়েছে।
পুলিশ সদরদপ্তর বৃহস্পতিবার এক বার্তায় জানিয়েছে, ৬৩৯টি থানার মধ্যে সবগুলোরই অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি ও জেলা পুলিশের থানা রয়েছে ৫২৯টি। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানাও স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর, কুমিল্লার তিতাস ও নাঙ্গলকোট এবং লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানা বাদে বাকি থানাগুলো চালুর কথা জানিয়েছিল পুলিশ। লজিস্টিকস, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংস হওয়ায় সবশেষ বন্ধ থাকা পাঁচটি থানা দুই-তিন দিনের মধ্যে চালুর কথা বলা হয়। তবে একদিন পরই সব থানার কার্যক্রম শুরুর খবর দিল পুলিশ সদর দপ্তর।
গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে ভেঙে পড়ে দেশের পুলিশি ব্যবস্থা। সেদিন বেশিরভাগ থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রাণ যায় অনেক পুলিশ সদস্যের। জীবনের নিরাপত্তায় থানা ছেড়ে নিরাপদে আশ্রয়ে যান পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশবিহনী হয়ে পড়ে রাজধানীসহ সারা দেশের রাস্তাঘাট।
এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন হলে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তবে কর্মস্থল ছেড়ে থাকা পুলিশ সদস্যরা কাজে ফিরতে বেশকিছু দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পূরণের আশ্বাস পান পুলিশ সদস্যরা।
এরপর থেকে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। এতদিন সড়কে শিক্ষার্থী, ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও স্কাউটস সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ করলেও এখন সড়কে কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
আরও পড়ুন-