কোন মামলায় এবং কোথা থেকে তাদের আটক করা হয়েছে, সে ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তাই মুখ খুলছেন না।
Published : 20 Dec 2023, 01:03 AM
ঢাকার শাহ আলী থানার দুই এসআইকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
তুহিন কাজী ও মশিউর রহমান তাপস নামের দুই পুলিশ সদস্যকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, একটি চাঁদাবাজির মামলায় ওই দুইজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
“তাদের জড়িত থাকার প্রমাণ যদি মেলে, তাহলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”
তবে কোন মামলায় এবং কোথা থেকে তাদের আটক করা হয়েছে, সে ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তাই মুখ খুলছেন না।
এ ব্যাপারে শাহ আলী থানায় যোগাযোগ করা হলে ওসি, পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন) কেউ ফোন ধরেননি।
শেরেবাংলা নগর থানার ওসি আহাদ আলীও ফোন ধরেননি। শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার ফোন ধরে আটকের বিষয়টি নিশ্চিত করলেও অন্য কোনো তথ্য দিতে অপরগতা প্রকাশ করেন।