এক ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে ফেইসবুকে পোস্ট করলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
Published : 17 Sep 2024, 09:37 PM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত এক যাত্রীর সঙ্গে 'অসদাচরণ' ও ব্যাগ খুলে চকলেট নেওয়ার অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোবারা খানম মঙ্গলবার জানিয়েছেন, রোববার তাদেরকে সাময়িক বরখাস্ত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন।
ঘটনার বর্ণনায় মোবারা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুবাই ও সিঙ্গাপুর ফেরত যাত্রীদের কমার্শিয়াল লাগেজ স্ক্যানের সময় তিনজন এআরও যাত্রীর ব্যাগ থেকে চকলেটের বার নিয়েছেন। তখন একজন ভিডিও করে ফেইসবুকে ছাড়লে এনবিআর চেয়ারম্যানের নজরে আসে। তিনি তখন আমাকে সিদ্ধান্ত নিতে বলেন।
“যেহেতু আমাদের কাছে যাত্রীর অগ্রাধিকার আগে, তাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিয়েছি। তদন্তে তারা ঘটনার সত্যতা স্বীকারও করেছেন।”
ঢাকা কাস্টম হাউজের একাধিক কর্মকর্তা জানান, রোববার বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ চেক করেন বরখাস্ত তিন কর্মকর্তা। তারা ব্যাগ খুলে ‘অযথা হয়রানি’ করেন। ব্যাগ থেকে চকলেট বের করে নেন। চকলেট খেতেও দেখা যায় কয়েকজনকে।
ওই ঘটনার ভিডিও করে তা ফেইসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ব্যবস্থা নেওয়া হয়।
একই ঘটনায় আরেক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে বিমানবন্দর থেকে সরিয়ে ঢাকা কাস্টম হাউজে যুক্ত করার কথা জানিয়েছেন একজন কর্মকর্তা।