“আরিয়ানকে বলেছি, যা বেটা, এখন কাজটি তুই কর বেটা। বাপের নাম উজ্জ্বল কর।”
Published : 05 Feb 2025, 10:44 PM
ভারতীয় হিন্দি সিনেমার তারকাভিনেতা শাহরুখ নাকি রসিকতা করা বন্ধ করে দিয়েছেন, এর কারণ তার রসিকতায় মানুষ নাকি হাসার বদলে ইদানিং বিরক্ত হচ্ছেন।
নিজের সম্পর্কে এই কথা জানিয়েছেন শাহরুখ নিজেই।যদিও গেল মাসের শেষ দিকে দুবাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে নিজের বয়স নিয়ে দারুণ ঠাট্টায় মেতেছিলেন শাহরুখ। সেখানে শাহরুখকে বলতে শোনা গিয়েছিল, “এ বছর আমার বয়স ৬০ হবে। কিন্তু দেখে কে বলবে! আমি দেখতে এখনো ত্রিশের মত।”
জোকস বলা বা রসিকতা ‘ছেড়ে দেওয়ার’ খবর শাহরুখ জানিয়েছেন মুম্বাইয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ শীর্ষক আয়োজনে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে অনুষ্ঠানে শাহরুখ বলেন, “লজ্জার কথা আর কী বলব, তবুও বলতেই হচ্ছে আজকাল আমার জোকস শুনে মানুষের খারাপ লাগে; বিরক্ত হন। তাই আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি।”
শাহরুখের কথায় হাসির হুল্লোড় উঠলে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, “তবে পরম্পরা হিসেবে আমি আমার ছেলেকে জোকস বলার দায়িত্ব দিয়েছি। আরিয়ানকে বলেছি, যা বেটা, এখন কাজটি তুই কর বেটা। বাপের নাম উজ্জ্বল কর।”
Exclusive: King Shah Rukh Khan is here at Netflix event to back Aryan 's 'Stardom' #ShahRukhKhan pic.twitter.com/Cum0claU9G
— ℣ (@Vamp_Combatant) February 3, 2025
চলতি বছর নেটফ্লিক্স প্রেম, কমেডি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার, স্পোর্টসসহ আরও নানান ধরানার সিনেমা ও সিরিজ নিয়ে আসছে তাদের দর্শকদের জন্য। সে সবের ঘোষণা দিতেই ওই আয়োজন হয়েছিল।
শাহরুখের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খান
এবারে নেটফ্লিক্সে অভিষেক হতে চলেছে শাহরুখের বড় ছেলে আরিয়ানের। এই তরুণ সিনেমা জগতে নাম লেখালেন পরিচালক হিসেবে। ওই অনুষ্ঠানে আরিয়ানের নির্মাতা যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তার বাবা শাহরুখ।
কেবল আরিয়ানের কাজের কথাই নয়, নানা প্রসঙ্গে হাসি, গল্পে নেটফ্লিক্সের আসর মাতিয়ে তোলেন বলিউডের কিং খান খ্যাত শাহরুখ।
‘দ্য বাডস অব বলিউড’ নামের সিরিজটি আরিয়ান কেবল পরিচালনাই করেননি, সেটির চিত্রনাট্যও তারই লেখা।নেটফ্লিক্সের এই সিরিজ প্রযোজনা করছেন গৌরী খান।
ছেলের নতুন জীবন নিয়ে শাহরুখকে দারুণ রোমাঞ্চিত দেখা গেছে।
আরিয়ানের ‘দ্য বাডস অব বলিউড’ সিরিজে শাহরুখ নিজেও অভিনয় করেছেন।
সিরিজ নিয়ে শাহরুখ বলেন, “কিছু পর্ব দেখার সৌভাগ্য হয়েছে। সত্যি বলছি, দেখতে বসলে আপনি না হেসে থাকতে পারবেন না।আর যখন কোনো মজার কিছু আমি দেখি, সেটাই সবচেয়ে উপভোগ্য হয়ে ওঠে আমার কাছে।“
আরিয়ানকে নিয়ে শাহরুখ বলেন, “কলেজ, হোস্টেল জীবন এবং সিনেমা দেখে ও যা যা শিখেছে সেসবের মিশেল দিয়ে কাজটি করেছে। মুম্বাই শহরে কোনো মানুষ যখন প্রথম পা রাখে, তার সঙ্গে কী কী ঘটে থাকে, সেসব সিরিজে তুলে আনা হয়েছে।”
অনুষ্ঠানে কথা বলতে বলতে শাহরুখকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে।
ছেলেমেয়েদের নিয়ে সংবাদমাধ্যকর্মীদের উদ্দেশে অনুরোধ রেখে শাহরুখ বলেন, “আমার প্রার্থনা, অনুরোধ আর প্রত্যাশা একটাই, সেটা জল আমার ছেলে প্রথম পরিচালনার জগতে পা রাখতে চলেছে, আমার মেয়েও অভিনেত্রী হওয়ার পথে। এই জগৎ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশ যদি ওদের দেয়, তাহলেও অনেক বেশি।
আপনাদের প্রতি অনুগ্রহ, আপনারা আমার সন্তানদের ভালোবাসায় রাখবেন।”
এই সিরিজে আরিয়ান বাবার বন্ধু হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির আরেক নায়ক সালমান খানকেও অভিনয় করিয়েছেন।
শাহরুখের কথায়, এই সিরিজের জন্য পরিচালক নিজে এবং অভিনয় শিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্টরা সবাই অনেক খেটেছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ।
তিনি বলেন, “প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আমি কিন্তু কাউকে এই সিরিজে কাজ করার করার জন্য অনুরোধ জানাইনি। আরিয়ানের প্রতি ভালোবাসার টানে তারা এই সিরিজে অভিনয় করেছেন।”
আরিয়ানের সিরিজের ঝলক অনুষ্ঠানে দেখানো হয়।
টিজারের ভিডিওতে দেখা যায় যে, আরিয়ানের পরিচালনায় শাহরুখ অভিনয় করছেন। কিন্তু বাবার অভিনয় কিছুতেই মনঃপূত হচ্ছে না আরিয়ানের। তাই বারবার আরিয়ান ‘কাট’ ‘কাট’ বলে চিৎকার করে উঠছে।”
এই দৃশ্যেও দর্শকরা হেসে উঠে হাততালি দিয়ে ওঠেন।
অনুষ্ঠানে জিনাত আমান, শাহরুখ খান, সাইফ আলী খান, আর মাধবন, কপিল শর্মা, সিদ্ধার্থ, জয়দীপ অহলাওয়াত, ভেঙ্কটেশ, রানা দজ্ঞুবাতি, অর্জুন রামপাল, রাজকুমার রাও, পত্রলেখা, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, ঈশান খট্টর, ইব্রাহিম আলী খান, খুশি কাপুরসহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন।
এ বছর কেবল শাহরুখ পুত্রের নয়, অভিনেতা সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খানেরও অভিনয়ে অভিষেক হতে চলেছে।
করণ জোহর প্রযোজিত ‘নাদানিয়াঁ’ নামের ওই সিনেমায় ইব্রাহিমের সঙ্গে জুটি বাঁধছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ছোট মেয়ে খুশি কাপুরকে।