ভারত-ইংল্যান্ড সিরিজ
টি-টোয়েন্টি সিরিজে এই স্পিনারের মাঝে ‘ভিন্ন কিছু’ দেখেই তাকে শেষ মুহূর্তে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে, বললেন ভারত অধিনায়ক রোহিত শার্মা।
Published : 05 Feb 2025, 11:01 PM
স্কোয়াডে চার স্পিনার থাকার পরও শেষ মুহূর্তে ভারুন চক্রবর্তিকে ভারতের ওয়ানডে দলে যুক্ত করাটা বেশ কৌতূহল জাগানিয়া। ৩৫ বছর বয়সী এই স্পিনারকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন অধিনায়ক রোহিত শার্মা। বললেন, টি-টোয়েন্টি সিরিজে তার মাঝে ‘ভিন্ন কিছু’ দেখেই ওয়ানডে দলে ডাকা হয়েছে তাকে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়ার লড়াইয়েও ভারুন ভালোমতোই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন রোহিত।
ভারতের হয়ে এখনও ওয়ানডে খেলেননি ভারুন। তবে গত বছর টি-টোয়েন্টি দলে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে দারুণ বোলিং উপহার দিয়ে চলায় তাকে উপেক্ষা করা ভারতের জন্য একরকম কঠিন হয়ে পড়েছে।
ফেরার পর ১২ টি-টোয়েন্টিতে ১১.২৫ গড়ে তিনি উইকেট নিয়েছেন ৩১টি। পাঁচ উইকেটের দেখা পেয়েছেন দুই দফায়। এই সময়ে ইনিংসে একাধিক উইকেট নিতে ব্যর্থ হয়েছেন স্রেফ একবার।
ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নেন তিনি ওভারপ্রতি ৭.৬৬ করে রান দিয়ে। জেতেন সিরিজ-সেরার পুরস্কার। এরপরই মঙ্গলবার তাকে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়।
নাগপুরে বৃহস্পতিবার হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আগের দিন সংবাদ সম্মেলনে রোহিত তুলে ধরলেন ভারুনকে দলে নেওয়ার তাদের ভাবনার প্রেক্ষাপট।
“দেখুন, অবশ্যই সে ভিন্ন কিছু দেখিয়েছে (টি-টোয়েন্টি সিরিজে)। আমি বুঝতে পারছি ওটা টি-টোয়েন্টি সংস্করণ, কিন্তু অবশ্যই তার মাঝে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তাই আমরা একটি বিকল্প রাখতে চেয়েছি এবং দেখতে চেয়েছি, তাকে নিয়ে আমরা কী করতে পারি। অবশ্য এই সিরিজ চলাকালীন, এক পর্যায়ে তাকে খেলানোর এবং তার সক্ষমতা দেখার সুযোগ থাকবে আমাদের।”
“তাকে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) নিয়ে যাব কি না, তা নিয়ে এখনই ভাবছি না আমরা। তবে অবশ্যই সে লড়াইয়ে থাকবে। যদি আমাদের জন্য পরিস্থিতি সত্যিই ভালো হয় এবং যা প্রয়োজন, তা সে করে, তাহলে অবশ্যই আমাদের কিছু একটা ভাবতে হবে।”
ভারুন এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২৩টি। ১৪.১৩ গড়ে উইকেট নিয়েছেন ৫৯টি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন চারবার।
ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফির গত দুই আসরে দারুণ বোলিং করেন তিনি। তামিল নাড়ুর হয়ে ২০২৩-২৪ আসরে ৮ ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ১৯ উইকেট নেন এই রহস্য স্পিনার। গত আসরে ৬ ম্যাচে তার শিকার যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফির আট দল এরই মধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে দলে। আইসিসি টুর্নামেন্টে এমন পরিবর্তন অতীতে এনেছিল ভারত।
আকসার প্যাটেলের জায়গায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়েছিল শার্দুল ঠাকুরকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে, আবার আকসারের জায়গাতেই নেওয়া হয়েছিল রাভিচান্দ্রান অশ্বিনকে।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চার স্পিনার হিসেবে আছেন আকসার, রাভিন্দ্রা জাদেজা, ওয়াশিংটন সুন্দার ও কুলদিপ ইয়াদাভ। হার্নিয়ার অস্ত্রোপচারের পর কদিন আগেই কেবল মাঠে ফিরেছেন কুলদিপ।