সংঘবদ্ধ চুরির ওই ঘটনার সঙ্গে আট-নয় জনের জড়িত থাকার তথ্য দিয়েছে পুলিশ।
Published : 13 Jan 2025, 05:53 PM
রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারের একটি দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরির মামলায় গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম জশীতা ইসলাম তাদের রিমান্ডের আদেশ দেন।
তিনজনের মধ্যে মো. রুবেল ও সফিক সোহেলকে দুদিন এবং সাদ্দাম হোসেনকে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তা ও ডিবির লালবাগ জোনের এসআই দেব কুমার আচার্য্য আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আসামিদের আইনজীবী রিমান্ড আদেশ বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে পরে বিচারক আদেশ দেন।
দশ দিন আগে চুরির ওই ঘটনায় কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তিনজনকে ৫০ ভরি স্বর্ণসহ গ্রেপ্তারের তথ্য রোববার দেয় পুলিশ। সংঘবদ্ধ চুরির ঘটনার সঙ্গে আট-নয় জনের জড়িত থাকার তথ্য দিয়েছেন ঢাকা মহানগর ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
সীমান্ত স্কয়ার শপিং কমপ্লেক্সের নিচতলায় ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে’ গত ৩ জানুয়ারি চুরির ঘটনা ঘটে। সেদিন দুপুরে দোকানের কর্মচারীরা জুমার নামাজ পড়তে গেলে চোর চক্রের সদস্যরা শাটারের তালা ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে সটকে পড়ে। তারা ১৬৯ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে ভাষ্য দোকান মালিক কর্তৃপক্ষের।
ওই ঘটনায় দোকান মালিক কাজী আকাশ ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করলে জড়িত ধরতে মাঠে নামে পুলিশ।