বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
Published : 16 Apr 2025, 01:34 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের যাত্রাবাড়ী থানার দুইটি হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
এছাড়া একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকেও যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
সকাল ৯টা ৫০ মিনিটে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এর আগে ৯টার দিকে শাকিল, রূপা ও বাবুকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছিল।
শুনানি শেষে যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান এবং দনিয়া এলাকার মাদ্রাসা শিক্ষার্থী সৈয়দ মুন্তাসির রহমান হত্যা মামলায় শাকিল ও রূপার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক।
এছাড়া যাত্রাবাড়ী থানার কুতুবখালীর ইমরান হাসান হত্যা মামলাতে মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।
ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট ছিলেন। আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৭ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়।
মোজাম্মেল বাবু, ফারজানা, শাকিলের মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ অগাস্টে যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী বউ বাজারে আন্দোলনে অংশ নেন ইমরান হাসান। ওইদিন দুপুর ১টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান।
এ ঘটনায় হাসানের মা কোহিনূর আক্তার ৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৭ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করে।
রুপা ও শাকিলের মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ অগাস্টে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুন্তাসির রহমান।
ওইদিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ রহমানের বাবা সৈয়দ গাজিউর রহমান ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেন।