দুই ধাপে ইতোমধ্যে ২ হাজার ৪৩৪ প্রার্থীর মৌখিক পরীক্ষা হয়েছে।
Published : 06 Feb 2025, 09:10 PM
চুয়াল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।
কারিগরি ও পেশাদার উভয় পদে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ মৌখিক পরীক্ষা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর শেরে বাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে।
এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ধাপে ধাপে আয়োজন করছে পিএসসি। দুই ধাপে ইতোমধ্যে এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৪৩৪ প্রার্থীর মৌখিক পরীক্ষা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ইতোমধ্যে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
“৯ ফেব্রুয়ারি থেকে এ ধাপে কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের পদের ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।”
পিএসসির তথ্য অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন ৭৫ জন প্রার্থীর পরীক্ষা আয়োজন করা হবে।
প্রথমবারে মৌখিক পরীক্ষায় প্রক্রিয়া বাতিল ঘোষণার পর গেল ২২ ডিসেম্বর থেকে ফের শুরু হয় ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষা।
প্রথম ধাপে কারিগরি ও পেশগত ক্যাডারের পদের ৫৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গেল ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে।
আর দ্বিতীয় ধাপে সাধারণ ও কারিগরি বা পেশগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য উত্তীর্ণ ৫ হাজার ৮৬২ জনের ১ হাজার ৮৬০ প্রার্থীর মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল গত এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল।
ক্ষমতার পট পরিবর্তনের পর ‘ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় নবগঠিত পিএসসি।
পুরোনো খবর
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ফের স্থগিত
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল