২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে পল্টন থানা এলাকায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে।
Published : 27 Nov 2023, 03:25 PM
বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচ বছর আগের এক মামলায় বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ২৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মো. আলী হায়দার সোমবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পল্টন থানার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ৬ ডিসেম্বর তারিখ রেখেছেন তিনি।
এ্যানি ও খোকন ছাড়াও অভিযুক্ত আসামিদের মধ্যে আছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, শাহ আলম ও হারুন উর রশীদ।
এ্যানি, খোকনসহ কারাগারে থাকা আসামিদের এদিন আদালতে হাজির করে পুলিশ। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন বলে আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান।
২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে পল্টন থানা এলাকায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে। তদন্ত শেষে এ্যানিসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।