ঈদের জামাতের পর ঈদ মিছিল, সাংস্কৃতি অনুষ্ঠান ও ঈদ মেলাও থাকছে।
Published : 30 Mar 2025, 01:07 PM
বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্যমেলা মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রস্তুতি শেষ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।
এখানে সকাল সাড়ে ৮টা ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতের পর ঈদ মিছিল, সাংস্কৃতি অনুষ্ঠান ও ঈদ মেলাও থাকছে।
রোববার মাঠের প্রস্তুতি পরিদর্শনে এসে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এবারের ঈদ জামাত ও ঈদ মিছিলে লাখো মানুষ সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। ঈদ জামাতে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
“সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ওজুর ব্যবস্থা, পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে। এই মাঠে একসাথে এক লাখ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদ জামাতে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে,” বলেন ডিএনসিসি প্রশাসক।
এ সময় কাউকে কোনো ‘অনাকাঙ্ক্ষিত পতাকা’ না নিয়ে আসার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, “সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রথম জামাত শুরু হবে। নারী-পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন।
“ঈদ জামাত শেষে সকাল ৯টায় মিছিল শুরু হবে। মিছিলটি পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে ও পেছনে ২০টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। এর মাধ্যমে ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে।”
ডিএনসিসি প্রশাসক বলেন, মানিক মিয়া এভিনিউতে ঈদ মিছিল শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ঈদ মিছিলে অংশগ্রহণকারীদের জন্য সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হবে।
এছাড়া বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন রয়েছে। এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।