“মঙ্গলবার, বুধবার থেকে তাপমাত্রা কমে আসবে, তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।”
Published : 11 Jan 2025, 11:38 AM
তাপমাত্রা কিছুটা বেড়ে একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের বিস্তার কমে এসেছে; ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে সপ্তাহের শেষ নাগাদ ফের শৈত্যপ্রবাহ ‘শুরু হতে পারে’ বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
শনিবার এই আবহাওয়াবিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর বিস্তার আরও কমে আসবে। আগামী দুই/তিন তাপমাত্রা বাড়বে। তারপর মঙ্গলবার /বুধবার কমে আসবে, তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।"
আগের দিন শুক্রবার রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল; সেখানে শনিবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে কেবল পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
আবহাওয়ার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এসময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আর শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।