প্রথম দিনে সৌদি আরবে গেলেন ১৫২৬ হজযাত্রী

প্রথম দিনে সরকারি ব্যবস্থাপনায় ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬৯৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 07:17 AM
Updated : 22 May 2023, 07:17 AM

এবারের হজ যাত্রার প্রথম দিনে কয়েকটি ফ্লাইটে ১ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে সোমবার জানানো হয়, রোববার ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত ফ্লাইটে এসব যাত্রীরা সৌদি আরবে গেছেন।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৬৯৬ জন রয়েছেন।

এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যাবেন; চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে প্রথম ফ্লাইট বিজি৩০০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায় রোববার ভোর ৩টা ২০ মিনিটে।

এরপরে সকাল ৭টায় আরও একটি ডেডিকেটেড হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। সকাল সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ এবং রাত ১০টা ৫০ মিনিটে বিমানের আরও তিনটি ফ্লাইট ছেড়ে যায়। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার শেষ হজফ্লাইট ২২ জুন।

এরপর হজ শেষে যাত্রীদের নিয়ে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ অগাস্ট।

হজ বুলেটিনে জানানো হয়, এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনার জন্য ৬০৩টি এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। ভিসা ইস্যু করা হয়েছে ২৯ হাজার ১০৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা পেয়েছে ১৬ শতাংশ, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা পেয়েছে ৮৪ শতাংশ।

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। তবে হজের খরচ বেড়ে যাওয়ায় হজকোটা পুরোপুরি পূরণ করা যায়নি।