“আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এটি মিথ্যা,”বলেন অধ্যাপক তপন কুমার সরকার।
Published : 14 Nov 2024, 09:41 PM
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা কোন সিলেবাসে হবে, সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছায়নি শিক্ষা প্রশাসন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘২০২৫ সালের এইচএসসির সিলেবাসে ২০২৬ সালের পরীক্ষাও হবে’ দাবি করে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা ‘সত্য নয়’ বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এটি মিথ্যা। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।”
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে বলে আগেই জানানো হয়েছিল শিক্ষা বোর্ডগুলো পক্ষ থেকে। তবে ২০২৬ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
চেয়ারম্যান বলেন, “ভুয়া চিঠিটির বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি।”
অধ্যাপক তপন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রচারিত হয়েছে যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।”