ইভিএম প্রকল্প: পর্যবেক্ষণ দিয়ে ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন

পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে রোববার নতুন করে ডিপিপি পাঠাবে ইসি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2022, 07:41 PM
Updated : 8 Nov 2022, 07:41 PM

প্রায় আট হাজার সাতশ কোটি টাকার ইভিএমের প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে ‘পর্যবেক্ষণ’ দিয়ে ইসিতে ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব মো. মামুন-আল-রশীদ বলেন, “ইভিএম প্রকল্পটি নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে। সে অবজারভেশনসহ আমরা সুপারিশ করেছি। সে সুপারিশের পরিপ্রেক্ষিতে উনারা নতুন ডিপিপি করে পাঠাবেন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা পরে হবে।”

জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকটা পর্যবেক্ষণসহ আমাদের কাছে পাঠিয়েছে। আমরা আগামী রোববার তা আবার পরিকল্পনা কমিশনে পাঠাব।”

কারিগরি কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রকল্প প্রস্তাবটি নতুন করে পাঠানো হবে বলে জানান তিনি।

গত ১৯ অক্টোবর ‘নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায় ইসি।

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট করার লক্ষ্যে প্রায় দুই লাখ ইভিএম কেনা ও রক্ষণাবেক্ষণসহ আনুষাঙ্গিক ব্যয়ের লক্ষ্যে এ প্রকল্পটি নেওয়া হয়।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। ইভিএম প্রকল্প পরিচালক পরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনে ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান বলেন, “ব্যয় সংকোচনের কথা বলেছিলেন। আমাদের এ মুহূর্তে কত প্রয়োজন বা ভবিষ্যতে কত প্রয়োজন, সে বিষয়গুলো বলেছিলেন। সে অনুযায়ী আমরা কাজ করছি;  যে সংশোধন করা দরকার- সেগুলো করছি। প্রয়োজনীয়তার কথা বলেছে; একদম না হলেই না- সে বিষয়গুলো আমরা দেখছি।”

পরিকল্পনা কমিশনের ‘পর্যবেক্ষণ’ অনুযায়ী কাজ চলছে বলে জানান প্রকল্প পরিচালক।

“সে (পরিকল্পনা কমিশনের সুপারিশ) অনুযায়ী প্রস্তাব যা সংশোধন করা যায় বা যা দরকার- করব আমরা।”

আরও পড়ুন

ইভিএম কিনতে ইসির ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত