সিইসি ও ইসির চার কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
Published : 01 Nov 2023, 05:37 PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করতে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির চার কমিশনার সুপ্রিম কোর্টে আসেন। প্রধান বিচারপতির খাস কামরায় তারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, “বিচারকরা জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকটোরাল ইনকোয়ারি’ কমিটির দায়িত্ব পালন করেন; কিন্তু এবার নির্বাচন চলাকালে (ডিসেম্বর মাস) সিভিল কোর্টের বিচারকরা ভ্যাকেশনে থাকবেন। তাই প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছি যেন ওই সময়ে বিচারকরা দায়িত্ব চলমান রাখেন। আর জানুয়ারি মাসে তো বিচারকরা আগের মতো করেই দায়িত্ব পালন করবেন। এইটুকু আলোচনা হয়েছে।”
বৈঠকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এবং হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ২৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। সাংবিধানিক বিধান মতে সংসদের মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সে হিসাবে ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।