দিনাজপুরের পৌর মেয়রকে ২৪ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Published : 17 Aug 2023, 04:30 PM
আপিল বিভাগের এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর‘ মন্তব্য করার অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ডেকেছে সুপ্রিম কোর্ট।
আগামী ২৪ অগাস্ট তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ।
গত ৩ অগাস্ট সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী।
বৃহস্পতিবার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার একটি মামলার রায় প্রসঙ্গে আপিল বিভাগের এক বিচারপতি সম্পর্কে ‘অশালীন‘ মন্তব্য করায় মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ। ২৪ অগাস্ট তাকে আপিল বিভাগে হাজির হতে বলা হয়েছে।
আপিল বিভাগে বিচারাধীন বিষয় নিয়ে ‘বিরূপ মন্তব্য করায়’ তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় গত ২ অগাস্ট খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।
ওই রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। ওই সমাবেশে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।