আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
Published : 15 Apr 2025, 05:00 PM
ঢাকার সোনারগাঁও হোটেলের সামনের ফুটপাত থেকে অচেনা এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ফুটপাত থেকে মাথা থেতলানো অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার এসআই শাহিন পারভেজ বলেন, “আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর কমলা রঙের শাড়ি পরা ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্যকিছু ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে জানান এসআই শাহিন।