উচ্চ আদালতে আপিল করে যারা প্রার্থিতা ফিরে পাচ্ছেন, তাদের নাম এই তালিকায় আসেনি।
Published : 19 Dec 2023, 06:09 PM
প্রতীক বরাদ্দের পর দ্বাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
ভোটের এক সপ্তাহ আগে, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব ব্যালট পেপার মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন।
তবে উচ্চ আদালতে আপিল করে যারা প্রার্থিতা ফিরে পাচ্ছেন, তাদের নাম এই তালিকায় আসেনি।
এবার ৩০০ আসনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী রয়েছেন। নতুন করে কিছু প্রার্থী আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাচ্ছেন, তাদের নামও এ তালিকায় যুক্ত হবে।