সোয়া ৬টার দিকে সড়ক ছেড়েছেন অবরোধকারীরা।
Published : 15 Jul 2024, 04:56 PM
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুন বাজার, কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডিএমপির ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের তরফে জানানো হয়, আফতাবনগরের সামনে ও নতুনবাজার ক্রসিংয়ে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর ফলে আশপাশের কিছু সড়কে যানজট তৈরি হয়েছে।
ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের এডিসি হাফিজুর রহমান জানান, কিছু শিক্ষার্থী সড়কে অবরোধ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ জানিয়েছে, বেলা ২টার দিকে আফতাবনগরের সামনের সড়ক অবরোধ করেন ব্র্যাক ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ৪টার দিকে নতুন বাজারের সড়কে নেমে যান চলাচল আটকে দেয় ইউআইইউসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পৌনে ৫টায় নতুন বাজারের অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। আর সোয়া ৬টার দিকে রামপুরা-কুড়িল সড়কের সব স্থান থেকেই সরে যান আন্দোলনকারীরা।
এর প্রভাব পড়েছে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার পর্যন্ত। এর বাইরে কুড়িল এলাকাতেও কিছু শিক্ষার্থী সড়কে বিক্ষোভ করেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেইসবুক গ্রুপ ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ’ এ বলা হচ্ছে, নতুন বাজার, আফতাবনগর ও যমুনা ফিউচার পার্কের সামনে পৃথকভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে রাস্তায় নেমেছে ব্র্যাক, নর্থসাউথ, ইস্টওয়েস্ট ও ইউআইইউর শিক্ষার্থীরা। তাদের গ্রুপে শিক্ষার্থীদের অবস্থান ও যানজটের বেশ কিছু ছবিও শেয়ার করা হয়েছে।