পিএসসির আইন অধিশাখার অফিস সহকারী মাশরুর ইব্রাহীমের বিরুদ্ধে অফিস সময়ের পর অবৈধভাবে একজন সাবেক প্রকল্প পরিচালকের কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে।
Published : 16 Jul 2024, 10:14 PM
কর্মীদের প্রশ্নফাঁসে জড়িয়ে পড়ার অভিযোগে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবার একজন কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
প্রতিষ্ঠানটির আইন অধিশাখার অফিস সহকারী মাশরুর ইব্রাহীমের বিরুদ্ধে 'সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ' প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ফজলুর রহমানের কক্ষে অফিস সময়ের পর অবৈধভাবে প্রবেশের অভিযোগ উঠেছে।
সরকারী কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, এ ঘটনায় মাশরুর ইব্রাহীমের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় এজাহার দায়ের করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
এর আগে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারদের মধ্যে বর্তমান পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে দুনীতি দমন কমিশনকেও (দুদক) তদন্ত করতে বলেছে পিএসসি।
সিআইডির হাতে গ্রেপ্তারদের মধ্যে পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও সহকারী পরিচালক মো. আলমগীর কবির কোচিং ব্যবসা জড়িত ছিলেন বলে খবরে এসেছে।