ওই দুর্ঘটনায় আহত সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন হাই কমিশনার।
Published : 18 Feb 2023, 09:50 PM
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মরদেহ দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে সেখানকার বাংলাদেশ মিশন এবং তাদের পরিবারের সদস্যরা।
তাদের একজন অ্যাঞ্জেলা বাড়ৈ-কে নিয়ে তার পরিবার ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দেশের পথে রওনা করবে বলে জানিয়েছেন অটোয়ায় বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান।
নিহত বাকি দুজনের একজনের পিতা দেশ থেকে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আরেকজনের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র থেকে টরন্টোতে পৌঁছেছেন।
ওই দুর্ঘটনায় আহত সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন হাই কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ পাঠাতে হাই কমিশন এবং টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট পরিবারের সঙ্গে কাজ করছি।
“দুর্ঘটনায় প্রাণ হারানো অ্যাঞ্জেলার বাবা এসেছেন। এখানকার হাসপাতাল এবং শবাগারের প্রক্রিয়া শেষ করে তার মরদেহ ২৪ ফেব্রুয়ারি দেশের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে।”
গত সোমবার টরন্টোতে মহাসড়কে দুর্ঘটনায় পড়ে প্রাণ যায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন।
নিহত অন্য দুজন আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার মাহির খান। চালকের আসনে থাকা কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার চিকিৎসা নিচ্ছেন টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে।
টরন্টোর হাম্বার কলেজের শিক্ষার্থী ছিলেন দীপ্ত এবং জর্জ ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়তেন শাহরিয়ার খান।
অন্টারিও প্রাদেশিক পুলিশের (ওপিপি) বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে সোমবার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ভেতর থেকে আরোহীদের বের করে হাসপাতালে পাঠায়।
হাই কমিশনার বলেন, শাহরিয়ারের বাবা দেশ থেকে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর যুক্তরাষ্ট্রের থাকা আরিয়ানের পরিবারের সদস্যরা এসেছেন টরন্টোতে।
“দেশ থেকে পরিবারের সদস্যদেরকে কানাডায় আসার টিকেটের জন্য অগ্রাধিকার দেওয়া হয়, সেজন্য বিমান বাংলাদেশের ম্যানেজারের সঙ্গে আমি আলাপ করেছি।”
খলিলুর বলেন, মরদেহ দেশে ফেরানোর জন্য বাংলাদেশ বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইটে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে সময়-সুযোগের সঙ্গে না মিললে অন্য ফ্লাইটেও যেতে পারে।
দুর্ঘটনার খবর শোনার পর আহত ছেলের পাশে থাকতে কানাডা গেছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। নিবিড়ের অবস্থা ‘স্থিতিশীল’ আছে বলে জানিয়েছেন হাই কমিশনার।
এদিকে, অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতল কর্তৃপক্ষের থেকে মৃত্যু সনদ পাওয়ার পাশাপাশি মরদেহ পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে দুটি শবাগারের সঙ্গে যোগাযোগ রাখছে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট।
হাসপাতাল থেকে মৃত্যু সনদ পাওয়ার সঙ্গে সঙ্গে কনস্যুলেট থেকে প্রয়োজনীয় কাগজপত্র ইস্যুর আশ্বাস নিহতদের পরিবারকে দেওয়ার কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।