যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে ডিউটি করার সময় তুরাগ পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়েন কনস্টেবল মিঠুন মিয়া।
Published : 18 Apr 2024, 09:21 PM
ঢাকার যাত্রাবাড়ীতে কর্তব্যরত অবস্থায় তুরাগ পরিবহনের দুটি বাসের চাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ঘটনার পর আহত কনস্টেবল মিঠুন মিয়াকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মিঠুন ঢাকা মহানগর পুলিশের ওয়ারি ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনে কর্মরত ছিলেন। ঘটনার পর পুলিশ তুরাগ পরিবহনের বাস দুটি এবং চালকদের আটক করেছে।
যাত্রাবাড়ী থানার এসআই মির্জা মো. বদরুল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে ডিউটি করার সময় তুরাগ পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়েন কনস্টেবল মিঠুন মিয়া। পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, “এই মুহূর্তে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তার চিকিৎসা চলছে।”
এর আগে গত ৮ এপ্রিল রাজধানীর মিরপুর ১২ নম্বরে পরিস্থান পরিবহনের দুটি বাসের চাপায় পড়ে প্রাণ হারান একটি বাসের হেলপার সুজন বেপারি (২৫)।