হানিফ ফ্লাইওভারে কভার্ডভ্যানের চাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

চানখাঁরপুলের আগে ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে একটি কভার্ডভ্যান শবাবউদ্দিনকে চাপা দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 05:49 AM
Updated : 13 March 2023, 05:49 AM

ঢাকার গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের কভার্ডভ্যানের চাপায় একজন নিরাপত্তাকর্মীর প্রাণ গেছে।

শাহাবউদ্দিন নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি বেসরকারি নিরাপত্তা সংস্থা এলিট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অধীনে হানিফ ফ্লাইওভারে নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রোববার রাত ৩টার দিকে ওই দুর্ঘটনার পর শাহাব উদ্দিনকে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাবউদ্দিনের সহকর্মী সাজ্জাদুল ইসলাম জানান, চানখাঁরপুলের আগে ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে একটি কভার্ডভ্যান শবাবউদ্দিনকে চাপা দেয়। পরে অন্য নিরাপত্তকর্মীরা এগিয়ে আসে এবং কভার্ডভ্যানটি জব্দ করা হয়। ভ্যানের চালক ইকবালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শাহাবউদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। ঢাকায় তিনি কাপ্তানবাজার এলাকায় থাকতেন।