মোহাম্মদের আরো দুই ভাই আবদুল্লাহ এবং ইসমাইল বার্ন ইনিস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে।
Published : 02 Dec 2024, 03:37 PM
ঢাকার মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে দুই পরিবারের সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় বাবা-মায়ের পর তাদের ১০ বছরের দগ্ধ সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দগ্ধ শিশু মোহাম্মদ রোববার রাত ৩টা ২৫ মিনিটে মারা যায়। সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল।"
আগুনে শিশুটির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক।
এর আগে গত শনিবার মোহাম্মদের মা রুমা (৩২) এবং মঙ্গলবার তার বাবা খলিল মারা যান।
আরও পড়ুন:
মিরপুরে গ্যাসের আগুনে দগ্ধ খলিলের মৃত্যু, ২ সন্তানের অবস্থাও আশঙ্কাজনক
মিরপুরে গ্যাসের আগুনে দগ্ধ দুই পরিবারের ৭ জন
গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় আগুনের ঘটনায় খলিল, তার স্ত্রী ও তিন শিশুসহ ৭ জন দগ্ধ হয়।
মোহাম্মদের দুই ভাই আবদুল্লাহ এবং ইসমাইল বার্ন ইনিস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে। আবদুল্লাহর শরীরের ৩৮ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ পুড়েছে।
চিকিৎসক শাওন এর আগে বলেছিলেন, খলিলের দুই সন্তান আবদুল্লাহ ও মোহাম্মদের অবস্থাও আশঙ্কাজনক।
পাশের অন্য পরিবারের দগ্ধ দুজন হলেন শাহজাহান (৩৫) ও তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসক শাওন বলেন, “যারা হাসপাতালে ভর্তি যারা আছে, তাদের সবার অবস্থাই ক্রিটিক্যাল।”
আরও পড়ুন:
মিরপুরে গ্যাসের আগুন: খলিলের পর স্ত্রীর মৃত্যু
মিরপুরে গ্যাসের আগুনে দগ্ধ খলিলের মৃত্যু, ২ সন্তানের অবস্থাও আশঙ্কাজনক