“আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে থাকব,” বলেন তিনি।
Published : 24 Nov 2024, 08:37 PM
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যাই হোক বা নেতৃত্বে যেই থাকুক না কেন- জাপানের অবস্থান একই রকম রয়েছে বলে মন্তব্য করছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বাংলাদেশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈনিকদের দেহাবশেষ ফেরানো নিয়ে রোববার জাপান দূতাবাসে ডাকা সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
কিমিনোরি বলেন, “জুলাই-অগাস্ট থেকে কী ঘটছে, আমরা তা পর্যবেক্ষণ করছি। আমি প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।
“রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন- জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং নেতা যেই হোক না কেন- আমরা বাংলাদেশে আমাদের সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে থাকব।”
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের নতুন সরকারের প্রয়োজনীয়তা এবং অনুরোধগুলোতে কীভাবে আমরা সাড়া দিতে পারি তা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। এই অবস্থান একই থাকছে।”
অর্থনৈতিক পুনরূদ্ধারেও সহযোগিতার আশ্বাস দিয়ে কিমিনোরি বলেন, “অর্থনৈতিক পুনরূদ্ধার নিয়ে আমরা ভাবছি। তবে জাপান দীর্ঘদিনের বন্ধু এবং অর্থনীতির মঙ্গলের জন্য আপনাদের সঙ্গে কাজ করছি।
“গত ৫০ বছরের বেশি সময় আমরা যেভাবে একযোগে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও অনেক কিছু করার আছে এবং আমরা সেটা অব্যাহত রাখব।”