সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
Published : 02 Sep 2024, 12:35 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারপতি ও আইনজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফের মামলা পরিচালনার ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
আশরাফের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
আর আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন আহসানুল করিম ও মোস্তাফিজুর রহমান খান।
আইনজীবীরা বলেছেন, বিচারাধীন বিষয় সংশ্লিষ্ট বিচারপতি ও আইনজীবীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশি-বিদেশি গণমাধ্যমে বিরূপ কোনো লেখা প্রচার ও প্রকাশ না করার বিষয়ে লিখিত অঙ্গীকার করেছেন আশরাফ। তাই শর্ত সাপেক্ষে আশরাফুল ইসলামের মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আপিল বিভাগ।
ফেইসবুক লাইভে এসে হাই কোর্টের একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গত ৯ জুন আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফকে তলব করে আপিল বিভাগ।
ওইদিন আদালতে তার মামলা পরিচালনায় ২৯ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়।
একইসঙ্গে ফেইসবুকে থাকা তার বক্তব্য অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিল আদালত।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে ওইদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
পরে আইনজীবী আহসানুল করিম বলেছিলেন, আশরাফুল ইসলাম আশরাফ দীর্ঘদিন ধরে বিচার বিভাগ ও বিচারপতিদের নিয়ে আদালত অবমাননামূলক বক্তব্য দিয়ে আসছেন। তার বিরুদ্ধে কয়েকজন আইনজীবী আদালত অবমাননার আবেদন করেছেন।
পরে আপিল বিভাগ তার আইন পেশা পরিচালনায় নিষেধাজ্ঞা দেয়।
এর ধারাবাহিকতায় সোমবার তিনি আপিল বিভাগে হাজির হয়ে লিখিত অঙ্গীকারনামা জমা দেন।