প্রায় চার দশকে তার আঁকা শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
Published : 12 Dec 2022, 12:15 AM
শিল্পাচার্য জয়নুল আবেদিনের শতাধিক শিল্পকর্ম নিয়ে ঢাকার চিত্রক গ্যালারিতে বিশেষ প্রদর্শনী ‘সংগ্রাম’ শুরু হচ্ছে মঙ্গলবার।
১৯৩৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত প্রায় চার দশকে তার আঁকা শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গ্যালারি চিত্রক জানিয়েছে, ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ গ্যালারির নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “শিল্পাচার্যের ১০০টিরও অধিক শিল্পকর্ম, অঙ্কন সামগ্রী ও প্রাসঙ্গিক নথিপত্র স্থান পাবে প্রদর্শনীতে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম বিষয়ে জয়নুলের আঁকা উল্লেখযোগ্য কিছু চিত্রকর্ম প্রথমবারের মত এ প্রদর্শনীতে প্রদর্শিত হবে।
“দুর্ভিক্ষ চিত্রমালা, মনপুরা ‘৭০, প্যালেস্টাইনি মুক্তি, সংগ্রামসহ সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের মানবিক সংগ্রাম উঠে এসেছে জয়নুলের এই সব শিল্পকর্মে।"
প্রদর্শনীর কিউরেটর সুমন ওয়াহিদ বলেন, "বাংলাদেশের আধুনিক শিল্পচর্চার অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পসম্ভারকে পর্যবেক্ষণ করলে মানব ইতিহাসের সংগ্রামের নানা দিক উন্মেচিত হয়। কারণ তার সৃষ্টিসম্ভারের কেন্দ্রে অবস্থান করে মানুষ। এ মানুষকে আমরা দেখি তেতাল্লিশের মানব সৃষ্ট দুর্ভিক্ষের সাথে টিকে থাকার প্রাণান্ত লড়াইয়ে লিপ্ত থাকতে, আবার এ মানুষই ‘মনপুরা ’৭০’ -এ প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়েও হয়ে ওঠে আশার প্রতীক।
"প্রান্তিক মানুষের দৈনন্দিন বেঁচে থাকার সংগ্রামকে জয়নুল মহিমান্বিত করে হাজির করেছেন তার সৃষ্টিকর্মে। বিশেষ করে শ্রমজীবী মানুষের দেহকে তিনি উদ্ভাসিত করেছেন তার অনন্য প্রতিভার আলোয়।"
জয়নুলকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার সাংস্কৃতিক লড়াইয়ের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব উল্লেখ করে সুমন ওয়াহিদ বলেন, "শিল্পশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা, লোকশিল্পের সংরক্ষণ ও বিকাশে তিনি যেমন নিবেদিত প্রাণ ছিলেন, তেমনই নানা আন্দোলনে আঁকা ব্যানারের খসড়াও প্রস্তুত করে দিয়েছেন প্রবল উৎসাহে। শুধু এদেশেই নয়, মানবতার দাবিতে সোচ্চার তার হৃদয় আর তুলি সক্রিয় ছিল মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইনি উদ্বাস্তু শিবিরগুলোতেও।
"শিল্পাচার্যের সৃষ্টির আলোকে ব্যক্তি ও সামাজিক মানুষের জীবন-সংগ্রামের নানা বৈচিত্রের উদ্ভাসন হবে ‘সংগ্রাম’ প্রদর্শনীর প্রধান লক্ষ্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দর্শকদের সাথে নিয়ে আমরা জীবন-সংগ্রামকে নতুনভাবে পাঠ করতে চাই ‘সংগ্রাম’ প্রদর্শনীর মাধ্যমে।"
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শিল্পী অধ্যাপক রফিকুন নবী, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।