ওই প্রজ্ঞাপনের ছবি দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Published : 12 Nov 2024, 09:40 PM
সরকারের বিভিন্ন সংস্থায় চাকরিরত মাস্টার রোলের কর্মীদের কাজ থেকে ‘সাময়িকভাবে অব্যাহতির’ খবর দিয়ে ছড়ানো প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর ৭ তারিখ দেওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ছবিতে বলা হয়েছে, “সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে/কর্মে মাস্টার রোলের সকল কর্মচারী চাকুরি/কর্মে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।”
ওই প্রজ্ঞাপন ‘ভুয়া’ জানিয়ে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।