বিভিন্ন দাবিতে প্রতিদিনই এই এলাকায় সরব থাকছেন স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা।
Published : 12 Sep 2024, 05:09 PM
সরকারি চাকরিতে নিয়োগ এবং সরকারি ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠার দাবিতে ঢাকার মহাখালীতে সড়ক অবরোধ করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফিজিওথেরাপির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে গুলশান থেকে মহাখালীর সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারী যানবাহনের চালক, যাত্রীরা।
দুই দফা দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা। ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ-আইপিএইচসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
সকাল থেকেই সড়কের গুলশান থেকে মহাখালীর আমতলীগামী অংশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে সড়কের একপাশ দিয়ে উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয় ট্রাফিক পুলিশ। এতে ওই সড়কে তৈরি হয় যানজট।
বেলা ৩টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করছেন। তবে বেলা পৌনে ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কেই ছিলেন।
ফজলুল হক নামে ঢাকা আইপিএইচের ফিজিওথেরাপি শেষ বর্ষের শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আওতায় ৫ বছরের কোর্স শেষ করেন তারা। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও সরকারিভাবে তারা নিয়োগ পান না। এতে তারা নিজেদের বৈষম্যের শিকার মনে করছেন।
“আমাদের মূল দাবি হলো ফিজিওথেরাপিস্টদের জন্য প্রথম শ্রেণির পদ সৃষ্টি করতে হবে।”
ইকবাল হোসাইন নামে আরেকজন শিক্ষার্থী বলেন, ফিজিওথেরাপি পড়ানোর জন্য দেশে স্বতন্ত্র কোনো কলেজ নেই। বিভিন্ন কলেজ, ইনস্টিটিউটে গ্রাজুয়েশন করেন তারা। এজন্য স্বতন্ত্র একটা কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা।
“একটা কলেজের অনুমোদনও দেওয়া হয়েছিল। মহাখালীতে জায়গা নির্ধারণও করা আছে। কিন্তু বিগত স্বৈরশাসক সরকার সেই অনুমোদন বাতিল করে দিয়েছে। বিগত সময়ে আমরা আন্দোলন করেছি। তারা আমাদের আশ্বাসও দিয়েছিল। কিন্তু সেই আশ্বাস কখনও বাস্তবায়ন করেনি। এ কারণে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”
ছাত্র-জনতার পবল আন্দোলনের মধ্যে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক পালাবদল হয়। ক্ষমতার পালাবদলের হাওয়া লাগে স্বাস্থ্যসেবা খাতেও।
স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। এরপরও আওয়ামীপন্থি চিকিৎসক, কর্মকর্তাদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়াসহ নানা দাবিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে।