পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান সরাফাত সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেইস অ্যাসেট ম্যানেজেমেন্টের মালিকানাতে যুক্ত।
Published : 20 Feb 2025, 03:37 PM
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুই সহযোগী পদ্মা ব্যাংকের ইভিপি এম আতিফ খালেদ ও সিএসও মো. শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আর কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুদকের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেয় ঢাকার মহানগর জ্যেষ্ঠ জজ জাকির হোসেন গালিব।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার পৃথক দুইটি আবেদন করেন। আদালত আবেদনের উপর শুনানি নিয়ে এ আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।
নাফিজ সরাফাতের দুই সহযোগীর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান।
আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন; তার দেশীয় সহযোগীদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান সরাফাত সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেইস অ্যাসেট ম্যানেজেমেন্টের মালিকানাতেও যুক্ত।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাফিজ সরাফাত হোটেল ব্যবসা, বিদ্যুৎ, মোবাইলের টাওয়ার, মিডিয়াসহ বিভিন্ন খাতে ব্যবসার বিস্তার ঘটিয়েছেন গত এক দশকে।
স্ত্রীসহ সরওয়ার জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগের সাবেক এমপি সরওয়ার জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম।
আবেদনে বলা হয়, সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে তদান্তাধীন রয়েছে। এমন সময়ে তারা বিদেশ পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।