বিশেষ সভায় আইইবির উপস্থিত সদস্যদের সমর্থনে নতুন কমিটিকে চূড়ান্ত করা হয়েছে।
Published : 25 Oct 2024, 07:15 PM
প্রকৌশলীদের প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’ (আইইবি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন রিয়াজুল ইসলাম রিজু এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির মোস্তফা খান।
রিয়াজুল ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’ (অ্যাব) এর সভাপতি। আর সাব্বির মোস্তফা বুয়েটের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
ঢাকার রমনায় আইইবি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে এক বিশেষ সভায় সর্বসম্মতভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
আগের কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন জানিয়ে সভায় অ্যাবের মহাসচিব আলমগীর হাছিন আহমেদ আইইবির নতুন কমিটির জন্য ১০ জনের নাম প্রস্তাব করেন। পরে আইইবির উপস্থিত সদস্যদের সমর্থনে কমিটিকে চূড়ান্ত করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি (অ্যাকাডেমিক ও আন্তর্জাতিক) খান মনজুর মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডাব্লিউ) নিয়াজ উদ্দিন ভুঁইয়া এবং ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) এটিএম তানভির-উল হাসান তমাল। সহকারী সাধারণ সম্পাদক (অ্যাকাডেমিক ও আন্তর্জাতিক) মোহাম্মদ মাহবুব আলম, সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) মো. নূর আমিন, সহকারী সাধারণ সম্পাদক (এসঅ্যান্ডডাব্লিউ) সাব্বির আহমেদ ওসমানি এবং সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আহসানুল রাসেল।
আইইবির ঢাকা কেন্দ্রের কমিটির চেয়ারম্যান হয়েছেন হেলাল উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক অ্যান্ড এইচআরডি) আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান (প্রশাসন, প্রফেশনাল অ্যান্ড এসডাব্লিউ) মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক কেএম আসাদুজ্জামান।
বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইইবির সাবেক সাধারণ সম্পাদক খান মনজুর মোরশেদ। এতে ঢাকাসহ সারা দেশের ১ হাজার ৮০০ প্রকৌশলী উপস্থিত ছিলেন।