‘রেল সেবা’ অ্যাপ এবং নির্ধারিত কাউন্টার ছাড়া অন্য কোথাও টিকেট বেচা হচ্ছে না।
Published : 16 Mar 2025, 04:15 PM
রোজার ঈদ উপলক্ষে ট্রেন যাত্রায় হয়রানি ও প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে টিকেট কিনতে যাত্রীদের পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুল চাহিদার প্রেক্ষিতে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান টিকেট কালোবাজারি করতে পারে। এক্ষেত্রে বিভিন্ন আইডি থেকে কেনা টিকেট বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে বিক্রির চেষ্টা হতে পারে।
“এতে যাত্রী সাধারণের হয়রানি ও প্রতারণার শিকার হবার সম্ভাবনা রয়েছে।”
রেলপথ মন্ত্রণালয় বলছে, ঈদযাত্রায় (২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত) একটি আইডি থেকে একবারে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে। এক্ষেত্রে আইডিধারী ব্যক্তির সহযাত্রীদের নামও যোগ করার ব্যবস্থা রয়েছে। একইভাবে ফিরতি যাত্রাতেও (৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত) একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে।
ট্রেনের আগাম টিকেট এখন বিক্রি শুরু হয় ১০ দিন আগে। সেই হিসাবে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে ২৪ মার্চ।
রেলপথ মন্ত্রণালয় বলছে, ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ‘রেল সেবা’ অ্যাপ ছাড়া অন্য কোথাও টিকেট বিক্রি হচ্ছে না।
যে ব্যক্তির আইডি ব্যবহার করে টিকেট কেনা হবে, ওই ব্যক্তির সংশ্লিষ্ট মোবাইল ফোন ও আইডিধারী ব্যক্তির ফটো সম্বলিত আইডি কার্ডসহ তাকে ভ্রমণ করতে হবে। আইডিধারী ব্যক্তি ও টিকেটে উল্লিখিত সহযাত্রী ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।