গত ২০ অগাস্ট তিনি এ দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন।
Published : 20 Nov 2024, 04:12 PM
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ ওঠার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম এ আকমল হোসেন আজাদকে সরিয়ে দেওয়া হয়েছে।
চুক্তিভিত্তিতে নিয়োজিত রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আজাদকে গত ২০ অগাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আকমল হোসেন আজাদ এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে গত ১৩ নভেম্বর দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে শ্যামলী-আগারগাঁও সড়ক অবরোধ করে রাখেন কোটা সংস্কার ও আওয়ামী লীগ সরকার পতনের সময় আন্দোলনে আহতরা। ওইদিন গভীর রাতে চার উপদেষ্টা হাজির হয়ে দাবি বাস্তবায়নসহ বৈঠকের প্রতিশ্রুতি দেওয়ার পর হাসপাতালে ফেরেন তারা।
পরদিন তাদের প্রতিনিধির সঙ্গে সচিবালয়ে সরকারের বৈঠক হয়, যাতে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে আরেক প্রজ্ঞাপনে।
এদিন আলাদা এক প্রজ্ঞাপনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। তার দায়িত্বে আনা হয়েছে সেতু বিভাগের সচিব মো. ফাহিমুল ইসলামকে।