পৃথক পৃথক প্রজ্ঞাপনে আরও দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার কথা তুলে ধরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Published : 17 Sep 2024, 10:45 PM
ভূমি আপিল বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসানো হয়েছে।
মঙ্গলবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পৃথক পৃথক প্রজ্ঞাপনে আরও দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার কথা তুলে ধরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নাসরীন জাহানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা অবহিত করা হয়েছে।
৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে রদবদল করছে। এরই মধ্যে অধিকাংশ মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বদলি, অবসর, না হয় সরিয়ে নতুন কাউকে বসানো হয়েছে। এই ধারাবাহিকতায় তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হল।