নারীদের প্রতি তার মন্তব্যগুলো ‘অনেক আপত্তিকর’, বলছে পুলিশ।
Published : 10 Mar 2025, 10:09 PM
পাগলের বেশে নারীদের পোশাক নিয়ে বিভিন্ন ‘আপত্তিকর মন্তব্য’ ও সেগুলোর ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে ঢাকার আমিনবাজার থেকে সাভার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওই যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফেইসবুকের একটি পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশে মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার বিষয়ে অশালীন মন্তব্য করছেন। এগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ‘হিজাব না পরলে ধর্ষিত হবেন’- এমন কথাও বলছেন তিনি। নারীদের প্রতি তার মন্তব্যগুলো অনেক আপত্তিকর।
“ভিডিওতে কম বয়সী মেয়েদের নিয়েও তিনি অশালীন মন্তব্য করেন।… বিশেষ করে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটিতে পর্দায় উপস্থিত মেয়ে দুটি হিন্দু ধর্মের বলতে শোনা যায়। তাদেরও হিজাব বা বোরখা পরার কথা বলেন। তার কথায় অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল।…সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন।”
পুলিশ বলছে, তার কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরির কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।