পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের ফলে প্রার্থীদের নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
Published : 26 Nov 2024, 05:01 PM
এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পুরান ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষর্থীদের সংঘর্ষের মধ্যে মাহাবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় পেট্রোবাংলার লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজমম্পদ করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেট্রোবাংলা এবং এর অধীন কোম্পানিগুলোর শুক্রবারের সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্র ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।
এর পরিবর্তে একই সময়ে পরীক্ষাটি ইডেন মহিলা কলেজ, হোম ইকোনমিকস কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে হবে।
পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের নতুন প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তাদের মোবাইল নম্বরে এসএমএস করা হয়েছে। ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় রোববার ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে' কর্মসূচির মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
ওই হামলা ও লুটপাটের প্রতিবাদে সোমবার ‘মেগা মানডে’ কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে তারা ডেমরা সড়ক সংলগ্ন মোল্লা কলেজে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। মোল্লা কলেজে ভাঙচুরের পাশাপাশি লুটপাটও হয়।
হামলা লুটপাটের ঘটনায় কলেজটির ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের ভাষ্য।