অবসরের বয়সে পৌঁছে যাওয়ার পর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন শেখ হাসিনা।
Published : 07 Aug 2024, 01:09 AM
শেখ হাসিনার নিয়োগ দেওয়া পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে বাদ দিয়ে মঙ্গলবার মধ্যরাতে একজন নতুন আইজিপির নাম ঘোষণা করা হয়েছে।
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম এখন থেকে পুলিশ বাহিনীর নেতৃত্ব দেবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে।
চৌধুরী আব্দুল্লাহ মামুনের অবসরে যাওয়ার কথা ছিল দেড় বছর আগেই। তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন শেখ হাসিনা। সর্বশেষ গত ৫ জুলাই আরো এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই চুক্তি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গণ আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, ঠিক তখন মামুনকে সরিয়ে পুলিশের শীর্ষ পদে এই পরিবর্তন আনা হল।
৫৮ বছর বয়সী ময়নুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন ১৯৯১ সালের ১ জানুয়ারি। এক সময় তিনি র্যাবেও দায়িত্ব পালন করেছেন।
সংখ্যাতিরিক্ত অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক থেকে মহা পরিদর্শকের দায়িত্ব পাওয়া ময়নুল ইসলামের স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছাতে বাকি আছে আর আট মাস।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপিকে ডিঙিয়ে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ময়নুলকে পুলিশের নেতৃত্বে আনা হলেও সিভিল সার্ভিস ক্যাডারে জ্যেষ্ঠতার বিবেচনায় তিনি অনেকের চেয়ে এগিয়েই ছিলেন।
বিদায়ী আইজিপি মামুনের বয়স এখন ৬০ বছর সাত মাস। ১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে তিনি পুলিশে চাকরি শুরু করেছিলেন। আর বাহিনীর নেতৃত্বে এসেছিলেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।
দ্বাদশ সংসদ নির্বাচনের সময় আস্থাভাজন মামুনকেই আইজিপি রাখতে ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রথম দফা তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর ওই নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকারে আসার পর এ বছর ৫ জুলাই আরো এক বছর বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ।