“কোটা ফ্যাসিলিটি বন্ধ করে তরুণদের সামনে আসার পথ করে দিতে হবে,” বলেন তিনি।
Published : 07 Oct 2024, 07:16 PM
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে কোটা ব্যবস্থা উঠিয়ে লটারির মাধ্যমে উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার দুপুরে রাজউক মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “সমস্ত কোটা উঠিয়ে কেন লটারির মাধ্যমে কেন প্লট ও ঢাকা শহরে জমি দেওয়া হয় না। কোটা ফ্যাসিলিটি বন্ধ করে তরুণদের সামনে আসার পথ করে দিতে হবে।
“কিন্তু আমরা কী করি, দরজাটা বন্ধ করে রাখি, যেন তারা আসতে না পারে। এই দরজাগুলো আমাদের খুলে দিতে হবে।”
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আদিলুর রহমান বলেন, “তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাইলে এখনই শুরু করা দরকার। ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা আমাদের যেটুকু সময় পাব, সংস্কারটা শুরু করে দিয়ে যাব। এটাই আমাদের উদ্দেশ্য।”
তিনি বলেন, “ঢাকা শহর নোংরা হয়ে আছে। নিঃশ্বাস নেওয়ার জন্য গাছ নেই। প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। কংক্রিটের শহরে গরিবের আবাসনের ব্যবস্থাও নেই।”
অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেন, “বিশ্ব বসতি দিবসে ইউএন এবং বাংলাদেশের পরিকল্পনা অনেকটাই মিলে যায়। বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়ে থাকে, তাই এই অঞ্চলে টেকসই বসতি সবথেকে বেশি প্রয়োজন।”
সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আখতার, গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির, এইচবিআরআই’র মহাপরিচালক মো. আশরাফুল আলম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. মাহমুদ আলী মন্ত্রণালয় উপস্থিতি ছিলেন।