“অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নিরাপদ, উন্মুক্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বাংলাদেশের কাছে জোরালোভাবে তুলে ধরতে আমরা মানবাধিকার কাউন্সিল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।”
Published : 15 Nov 2023, 01:51 PM
নির্বাচন ঘিরে বাংলাদেশ রাজনৈতিক সংঘাত, বিরোধী দলের নেতাকর্মীদের ‘গণগ্রেপ্তার’সহ ‘মানবাধিকার লঙ্ঘনের’ বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের তিন বিশেষজ্ঞ।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, “বাংলাদেশ যখন ২০২৪ সালের শুরুতে জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন রাজনৈতি সহিংসতার হঠাৎ বৃদ্ধি, বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার, রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গণআটক, অতিরিক্ত বলপ্রয়োগ, বিক্ষোভ দমাতে ইন্টারনেট বন্ধ করা এবং নিপীড়ন, ভীতিপ্রদর্শন ও পাল্টা পদক্ষেপ হিসেবে পরিবারের সদস্যদের বেআইনিভাবে আটকের অভিযোগের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
মানবাধিকার পরিষদের মতামত ও মতপ্রকাশের অধিকারের স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত আইরিন খান; শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার অধিকার বিষয়ক বিশেষ দূত ক্লেমা নিয়ালেটসসি বুওল এবং মানবাধিকার রক্ষকদের অবস্থা বিষয়ক বিশেষ দূত মেরি ললার ওই যৌথ বিবৃতি দিয়েছেন।
জাতিসংঘ মানবাবিধার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে গণমাধ্যমের ওপর ‘হামলা, নজরদারি, ভীতিপ্রদর্শন ও বিচারিক নিপীড়নের কারণে’ গণমাধ্যম ব্যাপকভাবে ‘সেল্ফ সেন্সরশিপের দিকে’ গেছে মন্তব্য করে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন তারা।
বিবৃতিতে তারা বলেছেন, “অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নিরাপদ, উন্মুক্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বাংলাদেশের কাছে জোরালোভাবে তুলে ধরতে আমরা মানবাধিকার কাউন্সিল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘের বিশেষ দূতরা এসব বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।