বাসে ঈদ টিকেট বিক্রি শুক্রবার থেকে

একই দিন ট্রেনেও ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2023, 11:34 AM
Updated : 5 April 2023, 11:34 AM

দূরপাল্লার বাসে ঈদের আগাম টিকেট আগামী শুক্রবার থেকে বিক্রি শুরু হবে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বুধবার এই তথ্য জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৩ এপ্রিল রোজার ঈদ উদযাপন হবে। ঈদ করতে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়ে বলে তখন গণপরিবহনে চাপ পড়ে। তাই যাত্রা নিশ্চিত করতে আগাম টিকেট করে রাখেন অনেকে।

রেলওয়ে এরই মধ্যে ৭ এপ্রিল থেকে ঈদ টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে। একই দিন থেকে টিকেট বিক্রি শুরুর ঘোষণা এখন বাস মালিকরাও দিলেন।

Also Read: ঈদের ট্রেনের আগাম টিকেট ৭ এপ্রিল থেকে

শুক্রবার সকাল থেকে গাবতলী ও আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টারে টিকেট বিক্রি হবে। এসব কাউন্ডারি বিক্রি হবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলগামী জেলাগুলোর বাসের টিকেট।

রমেশ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কপথে ঈদ যাত্রা শুরু হবে ২০ এপ্রিল থেকে।

“শুক্রবার থেকে টিকিট দেওয়া হবে। ওইদিন থেকেই ২০, ২১ বা ২২ এপ্রিল এই তিন দিনের যে কোনো দিনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা।”

যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ বিক্রি হবে বলে জানান তিনি।

রমেশ ঘোষ বলেন, “পঞ্চগড় থেকে মোংলা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সবগুলো রুটের বাসের টিকেট বিক্রি করব আমরা। তবে বরিশাল রুটের গাড়িগুলো টিকেট বিক্রি হবে সায়েদাবাদ থেকে।”