স্বাস্থ্যকর জীবনধারা, সঠিক খাদ্যাভ্যাস এবং ধূমপান ও মদ্যপান পরিহার করে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়।
Published : 20 Oct 2024, 08:11 PM
ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং চিকিৎসার সহায়ক পরিবেশ গড়ে তুলতে চিকিৎসক, সেরে ওঠা ব্যক্তি ও সেবাদাতাদের নিয়ে নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ শুরু করেছে।
শনিবার গুলশানের অটবি সেন্টারের সেলিব্রিটি হলে ‘ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ’ নামে এ সংগঠনের উদ্বোধন করা হয় বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘সেলিব্রেটিং লাইফ উইথ ক্যান্সার’ শীর্ষক এ বিশেষ আয়োজনে চিকিৎসক, সারভাইভার (ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি) ও কেয়ারগিভাররা (সেবাদাতা) নিজেদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তারা ক্যান্সারের সঙ্গে জীবনকে কীভাবে ইতিবাচকভাবে উপভোগ করা যায় সে সম্পর্কিত পরামর্শ দেন।
অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং রোগীদের জন্য সাজসজ্জার বিশেষ সেবা ও ব্যবস্থাও রাখা হয়েছিল।
সংগঠনের উদ্যোক্তাদের একজন রেডিও অনকোলজিস্ট জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম অনুষ্ঠানে বলেন, “বিশ্বজুড়ে কার্ডিওভাসকুলার রোগের পরে ক্যান্সার সবচেয়ে বেশি মৃত্যুর কারণ। প্রতি ছয়টি মৃত্যুর মধ্যে একজন ক্যান্সারে মারা যায়। ২০২২ সালে ফুসফুস, স্তন ও কোলোরেক্টাল ক্যান্সারে সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছে।”
বিশ্বজুড়ে প্রায় দুই কোটি ক্যান্সার রোগী থাকার তথ্য তুলে ধরে তিনি বলেন, “যা আগামী দুই দশকে ৭৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আশার কথা হল, অন্তত ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধযোগ্য।”
স্বাস্থ্যকর জীবনধারা, সঠিক খাদ্যাভ্যাস এবং ধূমপান ও মদ্যপান পরিহার করে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব বলে তিনি তুলে ধরেন।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ক্যান্সার রোগীদের জন্য এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ সংগঠনকে সহায়তার আহ্বান জানান।
নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী আফসানা মিমি, ক্যান্সার সারভাইভার ও টিসক্যানের প্রতিষ্ঠাতা নুজহাত তারান্নুম। বক্তব্য রাখেন রেড বিউটি সেলুনের প্রতিষ্ঠাতা আফরোজা পারভিন, মিউজিক থেরাপিস্ট জান্নাতুল কাওসার ও আর্ট থেরাপিস্ট মেগান এডওয়ার্ডস।
ক্যান্সার সারভাইভার সাইয়েদা মুনিরা সুলতানা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আরকেডের সহ-প্রতিষ্ঠাতা নুসরাত রাইসা এবং অভিনেত্রী ও মডেল সামিয়া আফরিন।
অনুষ্ঠানে ক্যান্সার রোগী ও সারভাইভারদের মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।