হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।
Published : 10 Mar 2025, 06:53 PM
দেশে নারী নির্যাতনের ঘটনাগুলোতে দ্রুত ব্যবস্থা নিতে তিনটি হটলাইন নম্বর চালু করেছে পুলিশ।
সোমবার এক বিজ্ঞপ্তিতে হটলাইন চালুর কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। নম্বরগুলো হল- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, “নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা ও যৌন হয়রানির বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে এই হটলাইন সেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো স্থানে ঘটনা ঘটলে হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। ২৪ ঘণ্টা সেগুলো চালু থাকবে।”
এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের সহায়তায় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেইজ আগের মত চালু থাকার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
মাগুরায় এক শিশু ধর্ষণের ঘটনার পর থেকে ধর্ষণ-নিপীড়ন নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে হটলাইন সেবা চালু করল পুলিশ।